বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** শীতে পিঠ ব্যথা করে—টাইম ম্যাগাজিনকে তারেক রহমান *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে

রেসিপি

যেভাবে তৈরি করবেন মজাদার নিরামিষ কাবাব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় উপকরণ:

>> মটর ডাল ৫০ গ্রাম,

>> ছোলার ডাল ৫০ গ্রাম,

>> পরিমাণ মতো ব্যাসন,

>> ১ টা বড়ো আলু সেদ্ধ,

>> ১/২ ক্যাপসিকাম কুঁচি,

>> ১ টা টম্যাটো কুঁচি,

>> ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ,

>> ২টা কাঁচা মরিচ কুঁচি,

>> চিনি সামান্য,

>> ভাজা মশলা ১/২ চামচ,

>> জিরের গুড়া,

>> এলাচ,

>> দারচিনি,

>> লবঙ্গ,

>> তেজপাতা

>> শুকনো মরিচ।

এই সব উপকরণ শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তাছাড়া আরও লাগছে আদা বাটা আধা চামচ, হলুদ গুঁড়া সামান্য এবং পরিমাণ মতো। লবন আর ডুবো তেলে কাবাব ভাজবার জন্য তেল।

>> প্রস্তুত প্রণালি:

মটর ডাল আর ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রাখতে হবে। ছোলার ডাল আর মটর ডাল বেটে নিতে হবে। তবে যতোটা পারবেন কম পানি দিয়ে বাটার চেষ্টা করবেন।

এরপর সেদ্ধ আলুর খোসা ফেলে দিয়ে একটি পাত্রে নিতে হবে। আলুটা ভালোভাবে মেখে নিতে হবে। ওর মধ্যে এক এক করে দিতে হবে ক্যাপসিকাপ কুঁচি, টম্যাটো কুঁচি, ধনেপাতা কুঁচি, আদা বাটা, পরিমাণ মতো নুন, চিনি, শুকনো মরিচ ও হলুদ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, কাঁচামরিচ কুঁচি ( ঝাল বুঝে মরিচ কুঁচি দেবেন), আর দিতে হবে ব্যাসন। ব্যাসন পুরোপুরি নির্ভর করবে মটর ডাল আর ছোলার ডাল কতোটা পানি দিয়ে বেটেছেন তার উপর। হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কাবাব বানানোর জন্য প্লেটে অল্প ব্যাসন ছড়িয়ে দিতে হবে। এই মিশ্রন থেকে অল্প নিতে হবে। প্রথমে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। এই ভাবে সব কাবাব বানিয়ে নিতে হবে।

আরো পড়ুন: ঘরেই তৈরি করুন রুই মাছের পাকোড়া

কাবাব ভাজবার জন্য তেল তেল ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলে সাবধানে এক এক করে কাবাব দিয়ে দিতে হবে। এটা ভাজতে হবে মাঝারি আঁচে। না হলে ভেতর টা ভালোভাবে ভাজা হবে না। লাল করে কাবাব ভাজা হলে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই ভাবে সব ভেজে কাবাব তুলে নিতে হবে। ব্যাস তৈরি আপনার নিরামিষ কাবাব।

এম এইচ ডি/  আই. কে. জে/ 


রেসিপি নিরামিষ কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250